সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হবিগঞ্জে এক রত্নগর্ভা মায়ের তিন সন্তানসহ ৬ জন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে এক রত্নগর্ভা মায়ের তিন সন্তানসহ ৬ জন বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব 

হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের ৬ জন বাংলাদেশের বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় নিজামপুর ইউনিয়ন ও হবিগঞ্জবাসী গর্বিত। একই পরিবারের তিনজন হচ্ছেন, মিঠিরচক গ্রামের সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদ। 

আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তার ছোট ভাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাড. ফয়েজ আহম্মদ বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

তার আরেক ভাই এজাজ আহমেদ পিপিএম ১৪ বছর পর বাংলাদেশ পুলিশের-উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। তারা ৩ জন এক রত্নগর্ভা মায়ের সন্তান। 

এছাড়াও বাগুনীপাড়ার সমাজবিজ্ঞানী, সমাজ চিন্তক ও গবেষক ড. এ এস এম আমানুল্লাহ ফেরদৌস জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি হয়েছেন। চক্রমোহনাথ গ্রামের কৃতি সন্তান  মো. নজরুল ইসলাম অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে দায়িত্বরত। ফকিরাবাদ সাহেব বাড়ির বাংলাদেশের অন্যতম খ্যাতিমান এপিডেমিওলজিস্ট প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ 

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি মনোনীত হয়েছেন! এই অর্জনগুলো নিজামপুর ইউনিয়নবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের।

নিজামপুর ইউনিয়নের পক্ষ থেকে আমাদের কৃতি সন্তানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজউদ্দিন তাজ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. মোহাম্মদ হারুন, হবিগঞ্জ বারের অ্যাড. মো. এমদাদুল হক শাহীন, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও হবিগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য  মো. এমদাদুল ইসলাম সোহেল জাহাঙ্গীর আলম, মীর মো. আব্দুল কাদির, সৈয়দ মশিউর রহমান, শাহ মামুনুর রহমানসহ হবিগঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষ গৌরববোধ করছেন।

টিএইচ